রাজধানীতে আষাঢ়ের প্রথম ঝড়-বৃষ্টি

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : ‘আষাঢ় এলো বৃষ্টি এলো না’ এমন আক্ষেপ ছিল রাজধানীবাসীর। তবে বৃষ্টির ঋতু আষাঢ়ের দ্বিতীয় দিনে সেই আক্ষেপ ঘুচে গেল। শুক্রবার (১৬ জুন) দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝড়-বৃষ্টি হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর পল্টন, মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, মগবাজার, গুলশান, বারিধারা, হাতিরঝিল, মুগদা, খিলগাঁও, বাসাবো, যাত্রাাবাড়ীসহ প্রায় প্রতিটি এলাকায় এই ঝড়-বৃষ্টি হয়। তীব্র গরমে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরে আসে নগরীতে।

সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অনেক জায়গায় ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সাথে ছিল ঝড়ো হাওয়া। সাথে ছিল বিজলির চমক, মেঘের হাঁকডাক। ছুটির দিন হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়নি কর্মজীবী মানুষদের। তবে জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়। যদিও তীব্র গরমের কারণে দুর্ভোগ থেকে এই বৃষ্টি স্বস্তিই বেশি বয়ে এনেছে।

এর আগে সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রাজশাহী ও খুলনা বিভাগ ব্যতীত দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।