স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইতে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন উঠেছিল মাঝেমধ্যে। সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঠিকই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরান আক্রমণভাগের এই জুটি। কিন্তু গত কয়েক মাস ধরে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ভক্তদের অপমান করা নিয়ে সবসময় নীরব দর্শকের ভূমিকায় ছিলেন এমবাপ্পে। বিশ্বকাপ জয়ীর প্যারিস ছাড়া নিশ্চিত হওয়ার পর এনিয়ে মুখ খুললেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড।
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি আর বাড়াননি মেসি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট তিনি, এরই মধ্যে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমেরিকায় যাওয়ার ঘোষণার দিন স্পষ্ট করে জানান, প্যারিসের দিনগুলো সুখের ছিল না। একদিকে নতুন দেশ, নতুন সংস্কৃতি, সঙ্গে ক্লাব সমর্থকদের দুয়ো। ভালো লাগছিল না ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের।
শেষ পর্যন্ত প্যারিস ছেড়েই দিলেন মেসি। দুই বছর পর তার এই বিদায়ের ঘোষণায় খুশির জোয়ার নেমেছে পিএসজি ভক্তদের মাঝে। আর তার চলে যাওয়ার পর প্রথমবার তাকে নিয়ে কথা বললেন এমবাপ্পে।
গাজেত্তা-কে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মেসির মতো কেউ চলে যাওয়ার খবর কখনও ভালো না। আমি একদমই বুঝতে পারি না কেন এত মানুষ তার চলে যাওয়ার খবরে স্বস্তি পেয়েছে। সে ফ্রান্সে তার প্রাপ্য সম্মান পায়নি।’