কানাডার লিগে আইকন ক্রিকেটার সাকিব

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের একটি দলের আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের সাকিব ছাড়াও আইকন ক্রিকেটার আন্দ্রে রাসেল।

প্রায় তিন বছর বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে কানাডাভিত্তিক এ লিগ। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এ লিগ। এরপর করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে হবে এবারের আসর।

১৬ জন করে খেলোয়াড় থাকবেন ৬ দলের এ টুর্নামেন্টে। এর মধ্যে দুজন হবেন আইকন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে আইকন ক্রিকেটারদের নাম ঘোষণা করে লিগটি। সাকিব-রাসেল ছাড়াও এ লিগে আছে বড় কিছু নাম। ভ্যাঙ্কুভার নাইটসে খেলবেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এ দলে আছেন দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেনও।

সারে জাগুয়ারসের আইকন খেলোয়াড় হবেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। এ দলেও আছেন আরেক পাকিস্তানি- ইফতিখার আহমেদ। এ ছাড়া মিসিসাউগা প্যান্থারসে খেলবেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। টরন্টো ন্যাশনালসে খেলবেন নিউজিল্যান্ডের কলিন মানরো। ব্রাম্পটন উলভসের আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংকে।