বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল কন্যা নিশা দেভগান। সম্প্রতি বলি পাড়ার বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে দেখা মিলছে তার। যদিও পড়ালেখার সুবাদে বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন তিনি।
সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন এই তারকা দম্পতি কন্যা।
সেখান থেকেই বন্ধুদের সঙ্গে নানা পার্টিতে যোগ দিয়ে হরহামেশায়ই আলোচনায় থাকছেন তিনি। তারকা দম্পতির মেয়ে হওয়ায় নিশার ব্যক্তিগত জীবনকে ঘিরেও ভক্তদের ব্যাপক আগ্রহ চোখে পড়ে সবসময়। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন-এমনি নানা প্রশ্নের ঘুরপাক খায়।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বেদান্ত মহাজন নামক এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন নিশা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতি কন্যাকে। নিজেদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করতে দেখা গেছে নিশাকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।
জানা গেছে, বেদান্ত মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। ২৫ বছর বয়সী বেদান্ত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স করছেন।
এদিকে, বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাতে পারেন নিশা। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজয় দেবগন বলেছিলেন— ‘আমি জানি না এই মুহূর্তে নিশা কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। নিশা এখন বিদেশে পড়াশোনা করছে।’