মানিকছড়িতে কার্ভাডভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

Print Friendly, PDF & Email

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে কার্ভাডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আলী আজগর (৩২) এবং গাড়িতে থাকা আম ব্যবসায়ী মো. মোতালেব (৩৫) নিহত হয়েছেন। আলী আজগর এবং মো. মোতালেব দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন আম কিনে সিএনজি যোগে চট্টগ্রামে যাচ্ছিলে। অন্যদিকে কাভার্ডভ্যানটি মানিকছড়ির দিকে আসার পথে গাড়িটানা এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও মরদেহ উদ্ধার করে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।