প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে মেসি

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ইউরোপিয়ান ফুটবল অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। নতুন গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির কথাও জানিয়ে দিয়েছেন। সব কিছু পাকা করে এবার তার জাতীয় দলে ব্যস্ত সময় পার করার মিশন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার চীনের বেইজিং পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আয়োজকদের অশিফিয়াল সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে বিশ্বকাপ জয়ীদের চীনে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে নামছেন আলবিসেলেস্তেরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচ। যা অনুষ্ঠিত হবে চীনের রাজধানীর পুনর্গঠিত ওয়ার্কার্স স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা গত কাতার বিশ্বকাপেও শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনার ২-১ গোলে জেতা ম্যাচটিতে একটি গোল ছিল সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসির।

চীনে মেসি সপ্তমবারের মতো সফর করছেন। ২০১৭ সালের পর এটাই প্রথম সফর। তবে প্রতিবারই চীনা ভক্তরা আর্জেন্টাইন অধিনায়ককে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চীনের জাতীয় দলের সেরকম সাফল্য না থাকলেও ফুটবলে অনেক ভক্ত সেখানে। দেশটি একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে।