দু’সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে বিদ্যুৎ: পরিকল্পনামন্ত্রী

Print Friendly, PDF & Email

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আদানির বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে। দু’সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন। শনিবার (১০ জুন) সকালে সুনামগঞ্জে হাওরে আগাম বন্যা রোধ শীর্ষক করণীয় গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, হাওরে আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুবন্ত সড়ক ও উড়াল সড়ক নির্মাণ হবে।

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।