অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নার্গিস আক্তার (৩০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে নার্গিস। তিনি আদমজী ইপিজেডে অপারেটর পদে চাকরি করতেন।

মৃতের ভাই মামুন বলেন, ‘শনিবার সকালে চিটাগাং রোডের বাসা থেকে অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিল নার্গিস। পাওয়ার হাউজের সামনে পৌঁছালে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সে গুরুতর আহত হয়। পরে অটোরিকশা চালক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং আমাদের খবর দেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’