চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীর পিএবি সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা কোহিনূর আকতার (৫০), দুই ছেলে ওহিদুল আলম মানিক (২৩) এবং মিরাজ (১৭)। একই ঘটনায় তাদের বোন সুমাইয়া আক্তার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া গ্রামের মোহাম্মদ শফির স্ত্রী ,দুই ছেলে এবং এক মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তির হাট থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক (চট্টমেট্টো-জ ১১- ০৭৫৮) বাসটি আটক করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদেকুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছে এবং দুইজন হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বাসটি আটক করা হলেও পলাতক রয়েছে চালক।’