স্পোর্টস ডেস্ক : হাঁটুতে সফল অস্ত্রোপচার হলো মহেন্দ্র সিং ধোনির। আইপিএলের পরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে হাঁটুর চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো বৃহস্পতিবার হয়েছে অস্ত্রোপচার।
চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, ‘বৃহস্পতিবার (১ জুন) মুম্বাইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। এক-দু’দিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে। তার পরে কয়েক দিন বিশ্রাম নিয়ে ধোনি রিহ্যাব শুরু করবে।’ পরের আইপিএলের আগে ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে। ওই কর্মকর্তা বলেছেন, ‘পরের আইপিএলের এখনও অনেক সময় বাকি। তার আগেই ধোনি পুরো সুস্থ হয়ে উঠবে।’
আইপিএল জেতার পরেই দেরি না করে আমদাবাদ থেকে মুম্বাইয়ে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান।