স্টাফ রিপোর্টার : তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার (২ জুন) স্থানীয় সময় ভোর ৪ টা ৩০মিনিটে আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান।
সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।