বাহান্ন নিউজ ডেস্ক : কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডে মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশের দুজন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (১ জুন) বিকালে জিলিব আল সুয়েখ অঞ্চলে একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দু’জন আহত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় আরব টাইমস।