স্বামীকে ভিডিও বার্তায় কি বললেন সানি লিওন?

Daniel Weber with Sunny Leone at the celebration of Govinda's Birthday and launch of AA GAYA HERO on 21st Dec 2016 shown to user
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন। সেখানের একাধিক ছবিতে দেখা গেছে স্বামী ড্যানিয়েল ওয়েবারের হাত শক্ত করে ধরে রয়েছেন তিনি। রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সানি। শুধু তা-ই নয় আবেগঘন ক্যাপশনও দিয়েছেন।

সানি পোস্টে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে ধন্যবাদ জানালেন। কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের মধ্য দিয়ে তার কানে অভিষেক হয়েছে। সেখানে স্ত্রীকে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও।

ইনস্টাগ্রামে এদিন ‘কান’ উৎসবের বেশ কিছু মুহূর্তের একটি ভিডিও কোলাজ করে পোস্ট করেন সানি লিওন। ক্যাপশনে লিখলেন, ‘আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ।’

সানি আরও লেখেন, ‘একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনোভাবেই সম্ভব হত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ জানাই।’

ভিডিওতে দেখা যাচ্ছে কানের রেড কার্পেটে পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছেন সানি লিওন। ধরে রয়েছেন স্বামীর হাত। সবশেষে একে অপরকে চুম্বন করলেন, আঁকলেন ভালোবাসার স্পর্শ, ভরসার স্পর্শ। এ ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন ভরে শুভেচ্ছা ও ভালোবাসায়।

স্ত্রী সানির ভালবাসায় মোড়া খোলা চিঠির উত্তর দিয়েছেন স্বামী ড্যানিয়েলও। কমেন্টে লিখেছেন, ‘তুমি যা জয় করেছ সবটাই তুমি নিজে অর্জন করেছ। সঙ্গে আমি থাকি বা না থাকি। আমিও তোমাকে ভালোবাসি। এবং এটা সবে শুরু।’

সানি লিওন ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর রেড কার্পেটে এবার প্রথম হাঁটলেন । তার মুক্তির অপেক্ষায় থাকা ‘কেনেডি’র প্রিমিয়ার হয় এ চলচ্চিত্র উৎসবে। কানে কোনো সিনেমার প্রদর্শনী সত্যিই যে কোনো অভিনেতা বা অভিনেত্রী বা পরিচালকের জন্য গর্বের। কানে এ সিনেমার জন্য উপস্থিত ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা রাহুল।