শপথ নিয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধার করবো: ফখরুল

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার সম্ভাবনা নেই। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আইনের শাষণ, গণতন্ত্রের শাসন, গণতন্ত্র ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে হবে।’ যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির মহাসচিব।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকীতে তার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ এমন এক সময়ে এই মহান নেতার (জিয়াউর রহমান) শাহাদাৎবার্ষিকী পালন করতে যাচ্ছি, যখন বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা একদলীয় শাসনব্যবস্থার যাতাকলের মধ্যে পড়েছে। যখন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সরকার রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। ফরমায়েশি রায় দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন করছে, তাদের কারাগারে পাঠিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করতে চাচ্ছে। এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘ ১২ ধরে এটা করছে।’

যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা শপথ নিয়েছি, যেকোনও মূল্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করবো। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের তরুণ নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনবো। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এই হচ্ছে আজকের শপথ তত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।