স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করেন, তাদের সম্মান জানাতে এই পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি। রোববার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা শান্তি পুরস্কার পেয়েছেন। আমাদের কাছে প্রস্তাব এসেছে-জাতির পিতা শান্তি পুরস্কার দেওয়ার। সেই প্রস্তাবটিতে আমরা গুরুত্ব দিয়েছি। শুধু তাই নয়, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে শান্তি পদক প্রবর্তন করার ব্যবস্থা করছি।’
অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে বিশ্বে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, শান্তির মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। সরকারপ্রধান বলেন, ২০০৮ সালের পর দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অগ্রগতির এই অভিযাত্রা অব্যাহত থাকবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে।