শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Print Friendly, PDF & Email

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মারা গেছেন। শনিবার (২৭ মে) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী লিপি বেগম বাড়ির পাশের একটি পাটক্ষেতে শাক তুলতে যান। এ সময় ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে মেয়ে তাকে খুঁজতে ক্ষেতে গেলে সেখানে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। এসময় অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.রাশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূ মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’