দলে পরীক্ষা-নিরীক্ষার জায়গা দেখছেন না পাপন

Print Friendly, PDF & Email

স্পোর্টস রিপোর্টার : দরজায় কড়া নাড়ছে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। মেগা আসরটিকে কেন্দ্র করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। বাংলাদেশও সর্বোচ্চ সাফল্য পেতে নিখুঁত দল গড়ার দিকে সম্পূর্ণ মনোনিবেশ করছে। এর আগে বলা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডই খেলবে বিশ্বকাপে। তবে তার আগের সিরিজেও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দলে আর পরীক্ষা-নিরীক্ষার জায়গা দেখছেন না!

শুক্রবার (২৬ মে) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বিষয়ে কথা বলেছেন পাপন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন, একেক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ; কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না, ওকে কিন্তু আনতে হবে। আপনারা যদি বলেন, না- দলে ঢোকাবো না, তাহলে তো মহাবিপদ।’

বিজয়-নাঈমদেরও দলে ফেরার প্রসঙ্গ টেনে এনে বিসিবি প্রধান বলেন, ‘মুস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো। এখন কথা হচ্ছে ওদের সঙ্গে কাকে নেবো। আপনারা বলতে পারেন এদের সঙ্গে কারা যাবে। একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, যে কাউকে নিতে পারবে। আমি জানি না কাকে নেবে। অনেকে লড়াই করছে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে।’

মিডল অর্ডারের জন্য পাপনের ভাবনায় রয়েছেন রিয়াদ-আফিফরা, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে। ওখানে আমাদের তো রাব্বিকে নিয়েও খেলায়নি। বিশ্বকাপে হয়তো একজনকে খেলাইতেও পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ, আফিফ ও মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে।’