মুক্তি পেল পরীমনির সিনেমা ‘মা’

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : শুক্রবার (২৬ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি বাংলা ছবি। এরমধ্যে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’ সিনেমাটি শুক্রবার দেশের ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এসবের মধ্যে স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা (সনি সিনেপ্লেক্স), যমুনা ব্লকবাস্টার ও সিরাজগঞ্জের রুটস সিনেমা হলে। ‘মা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।

পরিচালক জানিয়েছেন, ১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। নিজের সাত মাস বয়সী সন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি বীণাপাণি বড়ুয়া। সন্তানকে নিয়ে তার লড়াইয়ের গল্প তুলে আনা হয়েছে।

সিনেমাটির দৃশ্যধারণের সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পরীমনি, পুত্রসন্তান রাজ্যকে গর্ভে নিয়েই বীণাপাণি চরিত্র ধারণ করেছেন তিনি। বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেনসহ অনেকেই।