আন্তর্জাতিক ডেস্ক : জাপানের নাগানো প্রদেশে এক রাজনীতিবিদের ছেলের গুলি ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন মাসানোরি আওকিকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নাগানো প্রদেশে ওই যুবক প্রথমে এক নারীকে ছুরিকাঘাত এবং দুই পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে আরেকজনের মৃত্যুর খবর আসে।
জাপানি বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নারীকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়েছে বলে ফোন পায় পুলিশ। হামলাকারী প্রায় ১ ফুট লম্বা ব্লেড দিয়ে হামলা চালিয়েছিল। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। এরপর পুলিশ গেলে কর্মকর্তাদের ওপর গুলি চালান মাসানোরি আওকি নামের ওই যুবক।
জাপানি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আওকি নাকানো শহরের একটি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। তার বাবা মাসামিচি আওকি নাকানো সিটি অ্যাসেম্বলির স্পিকার। পরে আওকি বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়। প্রসঙ্গত, বন্দুক কেনার জন্য জাপানের মানুষকে শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হয়। দেশটিতে শটগান ও এয়ার রাইফেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়।