বাবা হলেন চিত্রনায়ক রোশান

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে গোপন বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। এবার এ ঢালিউড তারকা জানালেন বাবা হওয়ার খবর।

রোশান গণমাধ্যমকে জানান, বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তবে মেয়ের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানান নায়ক।

উচ্ছ্বাস নিয়ে রোশান বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।’

এদিকে আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এ ঢালিউড তারকা।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এ সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।