আফগানদের বিপক্ষে টেস্ট জিততেই দল গড়বে বাংলাদেশ

Print Friendly, PDF & Email

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্মৃতি একদমই সুখকর নয়। ২০১৯ সালে ঘরের মাঠে তাদের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল। সেটিই ছিল বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম ও শেষ টেস্ট। এবার আবারও টেস্ট খেলতে আসছেন রশিদ খানরা।

আগামী ১৪ জুন থেকে ঘরের মাঠে সিরিজের একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচের দল এখনও ঘোষণা করা হয়নি। তবে ইনজুরির কারণে অধিনায়ক সাকিব আল হাসানের না থাকা মোটামুটি নিশ্চিত। এমন অবস্থায় দলে চমকের চেয়ে জিততে চাওয়ার দাবিটাই থাকবে বেশি।

এ নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) মিরপুরে সাংবাদিকদের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো। ’

আগেরবার স্পিন উইকেটে আফগানদের মুখোমুখি হয়েছিল। পরে ওই পরিকল্পনার জন্য গুণতে হয়েছে মাশুল। এবার কেমন হবে? বাশার অবশ্য জানাতে চাইলেন না নিজেদের পরিকল্পনা।

তিনি বলেন, ‘আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে। ’

আফগানদের বিপক্ষে সাকিবের না থাকা নিয়ে এই নির্বাচক বলেন, ‘যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। তো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’

‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি… ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। ’

আফগানিস্তানের সঙ্গে হারের স্মৃতি নিয়ে বাশার বলছিলেন, ‘আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সাথে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিস্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না। ’