অপেক্ষাতেই প্রেম বাড়ে: জয়া আহসান

Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : আগামী মাসে কলকাতায় মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। এর প্রধান চরিত্রে রয়েছেন জয়া আহসান। সঙ্গে আছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই ছবির একটা বড় অংশ জুড়ে রয়েছে বিবাহবিচ্ছেদ; যা নিয়ে কথা বলেছেন জয়া। যেখানে তিনি বর্তমান প্রজন্মের দম্পতিদের সম্পর্ক টিকিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন।

জয়া বলেন, ‘আমার মনে হয়, আমরা বড্ড বেশি প্রযুক্তিনির্ভর হয়ে গেছি। ফলে জীবনের প্রধান মূল্যবোধগুলোর দিকে হয়তো আমরা তাকাতে পারছি না। মানুষ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। দেখলে মনে হয়, আজকে সবাই বড় বেশি আত্মকেন্দ্রিক। বিশেষ করে এই প্রজন্ম। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমার মনে হয়, সহনশীলতা প্রয়োজন। দাম্পত্যের ক্ষেত্রে বন্ধুত্বটাই আসল। দখল করার মানসিকতা থাকলে আমার মনে হয়, সেখানে ভালোবাসাটা কমে যায়।’

তিনি আরো বলেন, ‘আগেকার দিনে কাউকে একটা প্রেমপত্র দিতে হলে হাজার একটা পরিকল্পনার পরে সেটা কাছের মানুষের হাতে পৌঁছত। পাশের বাড়ির ভালো লাগার মানুষটাকে লুকিয়ে দেখতে ঠিক বিকেলে ছাদের পাঁচিলে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকা…। অপেক্ষাতেই তো প্রেম বাড়ে। আসলে প্রথম প্রেমে পড়ার মধ্যে একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে। সেই স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হয়। এখনকার ছেলেমেয়েরা সে দিক থেকে দেখি খুব হিসাবি। ওদের বলতে শুনি, না না! এখন প্রেম করব না। এখন তো শুধু আমরা ডেট করছি। প্রেম তো নয়! ঘুরবে, একসঙ্গে খাওয়াদাওয়া করবে কিন্তু প্রেম করবে না!’