খেলার মাঠে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

Print Friendly, PDF & Email

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুকে খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ মে) বিকেলে কুমারখালী উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

নিহত তানজিল শেখ (২০) পান্টি ওয়াসি গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে তানজিলসহ কয়েকজন বন্ধু কোচিং শেষ করে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গল্প করছিল। এমন সময় ইমন নামে অপর বন্ধু এসে তাদের সঙ্গে গল্পে যুক্ত হয়। এক পর্যায়ে হঠাৎ-ই তানজিলের সঙ্গে ইমন তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইমন তার পকেটে থাকা ছুরি বের করে তানজিলের বুকে বেশ কয়েকটি আঘাত করে। রক্তাক্ত হয়ে তানজিল মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য বন্ধ ও স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী তানজিলের বন্ধু স্বাধীন জানান, হঠাৎ করেই শুরু হওয়া তর্কাতর্কির এক পর্যায়ে ইমন তার পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তানজিলকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে তানজিলের বোন লামিয়া জানান, বাড়ি থেকে শুনতে পায় তানজিলকে ইমন ছুরিকাঘাত করেছে। তাকে হাসপাতালে নেয়ার পর ভাই মারা যায়। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানেন না তিনি।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন জানান, ইমন নামে একজনের ছুরিকাঘাতে তানজিল নামে একজন নিহত হয়েছে। ওরা একে অপরের বন্ধু। স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী তানজিল। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানেন না তিনি। ঘটনার পর পরই ইমন পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।