স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ম্যানচেস্টার বলতে ২ দশক আগেও সবাই ইউনাইটেডই বুঝতেন, কিন্তু গত এক দশকে ক্রমশ পিছিয়ে পড়েছে ম্যান ইউ আর উত্থান ঘটেছে ম্যানচেস্টার সিটির।
নটিংহ্যাম ফরেস্টের কাছে শনিবার (২০ মে) দিবাগত রাতে আর্সেনাল ০-১ হেরে যেতেই পর পর ৩ বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যানচেস্টার সিটি। এই নিয়ে গত ৬ বছরে ৫ বার প্রিমিয়ার লিগ জিতল সিটি।
১৯৯৯২-৯৩ মৌসুম থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। গত ৩ দশকে মাত্র ২টি দল পরপর ৩ বার এই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করতে পারল। এর আগে, একাধিকবার এই নজির গড়েছে ম্যান ইউ।
১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ ও ২০০০-০১ মৌসুম এবং ২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ মৌসুমে প্রিমিয়ার লিগ খেতাব যায় ওল্ড ট্র্যাফোর্ডে। ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমে লিগ জিতল সিটি। এবার খেতাব এলো ৩ ম্যাচ বাকি থাকতেই।
৩৫ ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট পেয়েছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ৩৭ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট পেয়েছে। অন্য দলগুলি অনেকটাই পিছিয়ে। ফলে খেতাবের লড়াই সীমাবদ্ধ ছিল সিটি ও গানার্সদের মধ্যে। সিটির খেতাব জয় নিশ্চিত করে দিল নটিংহ্যাম ফরেস্ট। ২১ মে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হচ্ছে ম্যান সিটি। তবে চ্যাম্পিয়ন হিসেবে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলি খেলবে সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একজোড়া খেতাব জয়ের সামনে ম্যান সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গেছে সিটি। ইউরোপের সেরা ক্লাব হওয়ার পথে সিটির সামনে বাধা ইটালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান। এফএ কাপের ফাইনালেও পৌঁছে গেছে সিটি। এই টুর্নামেন্টের ফাইনালে সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ত্রিমুকুট জিততে পারলে ম্যান ইউয়ের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে সিটি। ইউরোপের ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৭টি দল এই নজির গড়তে পেরেছে।
বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও সাফল্য পান। এরপর সিটির দায়িত্ব নিয়েও অসাধারণ সাফল্য পাচ্ছেন। ইংল্যান্ডে কোচিং শুরু করার পর এই নিয়ে পঞ্চম লিগ খেতাব জিতলেন গার্দিওলা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ১৩ বার লিগ জিতেছেন। ইংল্যান্ডে কোচ হিসেবে লিগ জেতার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে গার্দিওলা। গত ১২ বছরে ৭ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল ম্যান সিটি। অসাধারণ সাফল্য পাচ্ছে এই ক্লাব। ইংল্যান্ডের ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে সিটি। অন্য ক্লাবগুলি পাল্লা দিতে পারছে না।