স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগ মানেই যেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার রাজত্ব। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড ছয়বার শিরোপার মুকুট ছিনিয়ে নিয়েছে দলটি। এবার সেই সংখ্যাটা রেকর্ড সাতে নেওয়ার সুযোগ তাদের সামনে। আর সুযোগ লুফে নিয়ে তিন মৌসুম পর আবারও ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া। রামন সানচেজ-পিজজুয়ানে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মেন্ডিলিবারের শিষ্যরা।
প্রথম লেগে ১-১ গোল ব্যবধানে ড্র নিয়ে দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল দল দুটি। এরপর এই লেগে জয় তুলে নিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রেখেছে সেভিয়া। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে সেভিয়া। তবে প্রথমার্ধে প্রতিপক্ষে জাল ভেদ করতে পারেনি লুকাস ওকাম্পোস-ব্রায়ান গিলরা।
বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে দুই দলই। ম্যাচের ৬৫তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ছয় মিনিট পরেই সমতায় ফিরে সেভিয়া। ম্যাচের ৭১তম মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ উইঙ্গার সুসো।
নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানেই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন ৩১ বছর বয়সী উইঙ্গার এরিক লামেলা। অতিরিক্ত সময়ে লামেলা জুভেন্টাসের জাল খুঁজে নিলে ফাইনালের টিকিট নিশ্চিত করে সেভিয়া।
শেষ দিকে আর্জেন্টাইন মার্কোস আকুনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় নিশ্চিত করতে খুব একটা অসুবিধা হয়নি সেভিয়ার। আরেক ম্যাচে এএস রোমার সঙ্গে গোলে শূন্য ড্র করে প্রথম লেগে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে লেভারকুসেন। আগামী ৩১ মে বুদাপেস্টে আসরের ফাইনালে রোমার মুখোমুখি হবে সেভিয়া।