স্টাফ রিপোর্টার : ভোরে রাজধানী ঢাকা ঝড়-বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) ভোর থেকে সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত রয়েছে। এর আগে বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানী ঢাকায় বৃষ্টি হয়।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের দক্ষিণ-পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কিঃ মিঃ গতি হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় (৪০-৫০) কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।