স্টাফ রিপোর্টার : নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে ‘মতলববাজ’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ড. ইউনূস চেষ্টা করেছিল, এসএমএস করে একটি রাজনৈতিক দল করতে চেয়েছিল। ইয়াং ছেলে-মেয়েরা ‘আই লাভ ইউ’ ম্যাসেজ করে। সেভাবে এসএমএস করে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। তিনি বাংলায় একটি বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। এ দেশে সেটা হবে না।
বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মতলববাজরা আজ বাংলাদেশে নতুন মতলব নিয়ে নেমেছে। মতলববাজরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের চিহ্নিত করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সুজিত রায় নন্দি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ সংসদীয় আসনের দলীয় সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।