সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সোমবার (১৫ মে) সকালে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এর আগে, এদিন সম্রাটের উপস্থিতিতে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ১ জুন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান।

২২২ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ওই বছরের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত বছরের ২২ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সম্রাটকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।