‘মোখা’য় স্থগিত হওয়া পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২৩ মের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সব বোর্ডের সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে সময় জানিয়ে দেয়া হবে।’

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডা. দীপু মনি বলেন, ‘এসএসসি ও সমমানের সব লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেয়া হবে।’

সারাদেশে গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাঝপথে আসার পর ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে গত শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এসএসসি ও সমমানের রোব ও সোমবারের (১৪ ও ১৫ মে) পরীক্ষা স্থগিত করে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ মে পরীক্ষা স্থগিত করেছিল পাঁচটি শিক্ষাবোর্ড।