স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ আগামী শুক্রবার (১৯ মে ) বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে এই সমাবেশের আয়োজন করা হবে।
সোমবার (১৫ মে) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তির সমাবেশ আগামী ১৯ মে (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।