স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি জ্বলে না উঠতে পারলেও পুরো ম্যাচে দাপট দেখালো পিএসজি। আর তাতে মূল ভূমিকা রাখলেন কিলিয়ান এমবাপে। এই ফরাসির জোড়া গোলে আজাকসিওকে হারিয়ে শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেলো লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শনিবার (১৩ মে) রাতে আজাকসিওকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিস্টোফার গ্যাল্টিয়েরের দল। এমবাপের জোড়া গোল ছাড়াও ফাবিয়ান রুইস ও আশরাফ হাকিমি করেন একটি করে গোল। অন্য গোলটি হয়েছে আত্মঘাতী।
এই জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস। এদিন শুরু থেকেই আজাকসিওকে চেপে ধরে পিএসজি। ম্যাচের ২২তম মিনিটে লিড এনে দেন রুইস। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বক্সে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ থেকে এমবাপের শট শুরুতে প্রতিহত হলে ফিরতি বলে লক্ষ্যভেদ হাকিমি।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন ৩-০ করেন এমবাপে। বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। আট মিনিট পর ব্যবধান আরও বাড়ান এমবাপে। বক্সের মাথায় বল শূন্য থাকা অবস্থাতেই জোরালো ভলিতে জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা।
৭৩তম মিনিটে ডিফেন্ডার মোহমেদ ইউসুফের আত্মঘাতী গোল হজম করে আজাকসিও। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হাকিমি। ভিএআরে মনিটরে দেখে আজাকসিওর মিডফিল্ডার রোমেন মাঙ্গানিকেও সরাসরি লাল কার্ড দেখা রেফারি। ম্যাচের বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।