বাবরদের নতুন প্রধান কোচ ব্র্যাডবার্ন

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে কনসাল্টেন্সি ভিত্তিতে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। শনিবার (১৩ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আগামী দুই বছরের জন্য বাবর আজমদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করলো।

নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যাডবার্ন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর কোচদের উন্নয়নে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। স্কটল্যান্ড দলেরও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ব্র্যাডবার্ন।

পিসিবি আরও জানায়, পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার অ্যান্ড্রু পুটিক। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন তাদের দায়িত্বে থেকে যাচ্ছেন।

ব্র্যাডবার্নের অন্তর্বর্তীকালীন দায়িত্বে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২-২ এ ড্র করে এবং ওয়ানডে সিরিজে ৪-১ এ নিউ জিল্যান্ডকে হারায়। প্রথমবারের মতো পাকিস্তান ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে, তবে পঞ্চম ম্যাচটি হেরে যাওয়ায় নেমে যেতে হয়।

ব্র্যাডবার্ন বলেছেন, ‘পাকিস্তানের মতো উচ্চ প্রতিভাবান ও দক্ষ একটি দলের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সতিই সম্মানের। মিকি আর্থার ও আমি আমাদের খেলোয়াড়দের সমর্থন, চ্যালেঞ্জ ও অগ্রগতির জন্য মুখিয়ে।’

স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাওয়ার পর ব্র্যাডবার্নের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ। অক্টোবরে তার বড় পরীক্ষা বিশ্বকাপ।