স্টাফ রিপোর্টার : শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে বিদেশিরা সাধুবাদ জানিয়েছেন বলে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন। শনিবার (১৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইন্ডিয়ান কনফারেন্সের সাইড লাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার, সংযুক্ত আরব আমিরাতে সহকারী মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আর ঠিক এই সময়ে আমরা নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা আরো সামনের দিকে এগিয়ে চলেছি।’
তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উচ্চ আয়ের রাষ্ট্রে নিয়ে যেতে চাই। এটির জন্য আঞ্চলিক সহযোগিতা বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ান ওশান অঞ্চলের দেশগুলোর সহযোগিতা চেয়েছি।
বৈঠক প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক পাসপোর্ট ফ্রি এন্ট্রির জন্য সম্মত হয়েছি। একই সঙ্গে সামনের দিনগুলোতে খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ ও খাদ্য সরবরাহে সহযোগিতা করতে একমত হয়েছি। এ ছাড়া উচ্চ ফলনশীল খাদ্য শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা নিয়েও আলাপ হয়েছে বলেও জানান তিনি।