নয় বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

Print Friendly, PDF & Email

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দীর্ঘ ৯ বছর পর লঙ্কান নারী দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে তারা।

সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছিল। তার পর টানা ৭ ম্যাচ নিগার সুলতানারা হারের বৃত্তেই বন্দি থেকেছে। ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের জয়ে বড় অবদান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ৪ নম্বরে নেমে ৫১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে অপরাজিত ছিলেন। তাতে ছিল ৭ চার ও ২ ছয়।

তবে দারুণ ফিনিশিংয়ে নিগার সুলতানার সঙ্গে অবদান ছিল রিতু মনিরও। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১২১। তখনও জয়ের জন্য প্রয়োজন ২৫ রান। ১৯তম ওভারে তৃতীয় বলে চার মারেন রিতু। তার পর চামারি আতাপাত্তুকে এক বলে ছক্কা ও এক বলে চার মেরে দলের জয় তরান্বিত করেন নিগার। তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে ৮ রান। রিতু প্রথম বলে ৪ মেরে জয়টাকে আরও সহজ করে দেন। চতুর্থ বলে অবশ্য রান আউট হয়েছেন কার্যকরী ইনিংস খেলা রিতু। ২৩ বলে ৪ চারে ৩৩ রানে আউট হয়েছেন তিনি। ততক্ষণে জয়ের কাছেও পৌঁছে গেছে বাংলাদেশ। পঞ্চম বলে এক রান নিয়েই দারুণ জয় নিশ্চিত করেছেন নিগার সুলতানা।