হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কৃষক তোঁতা মিয়া হত্যা হামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বিংরাজ মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া এবং শাহ আলম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়া। এ ছাড়াও আরও ছয় জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলার বাকি ১৯ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নূরুজ্জামান জানান, ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সঠিক বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কৃষক তোঁতা মিয়া গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২ আগস্ট তার ছেলে আব্দুল কাইয়ুম বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর প্রেক্ষিতে ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।