বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। জনপ্রিয়তার দৌড়ে দেশের সেরা তারকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি।
আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এবারো সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হলেন সামান্থা। শুধু তাই নয়, আরম্যাক্স মিডিয়া রেটিং এজেন্সির তালিকাতে টানা কয়েক বছর ধরে শীর্ষে আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি লন্ডনে আয়োজিত অ্যামাজন প্রাইম ভিডিওর স্পাই থ্রিলার ধর্মী ওয়েবসিরিজ ‘সিটাডেল’র প্রিমিয়ারে দেখা গিয়েছিল সামান্থাকে। এই আসরে কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে ছিলেন তিনি।
অ্যামাজন প্রাইমর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এরপর ‘পুষ্পা’ সিনেমায় তার আইটেম গান সবার মন জয় করেছিল।
‘যশোদা’ সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সামান্থা। সবশেষ প্যান ইন্ডিয়া সিনেমা ‘শকুন্তলম’-এ দেখা গেছে সামান্থাকে।
বর্তমানে সামান্থা ব্যস্ত ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণের শুটিংয়ে। যেখানে তার বিপরীতে আছেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান।