সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৮

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ায় একদিনের ব্যবধানে আবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ মে) রাজধানী বেলগ্রেডে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এর আগে বুধবার দেশটির একটি বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন।

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিএসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তি চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক। সার্বিয়াতে প্রকাশ্যে বন্দুক হামলার ঘটনা খুবই বিরল। দেশটির অস্ত্র আইন কঠোর হওয়া পরও সার্বিয়ানরা ইউরোপের সবচেয়ে বেশি বৈধ অস্ত্রের মালিক।