বিনোদন ডেস্ক : ভক্তদের সঙ্গে সব সময়ই মধুর সম্পর্ক বলিউড কিং খান শাহরুখের। প্রিয় তারকার জন্য ভক্তরা যেমন উদগ্রীব হয়ে থাকেন, ঠিক তেমনি সব আবদারই মিটিয়ে দেন তিনি। নিজের জন্মদিন, কিংবা ঈদ উৎসবে বাড়ির সামনে অপেক্ষায় থাকা হাজার ভক্তদের টানে চলে আসেন বাইরে। এমনকি লাইভে এসে সরাসরি কথা বলেন ভক্তদের সঙ্গে। তবে এবার সেই ভক্তের আচরণে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারালেন অভিনেতা।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে দেখে সেলফি তুলতে যান এক ভক্ত। যা দেখে চটে যান কিং খান। সেলফি তুলতে চাওয়া ভক্তকে মারেন ধাক্কা। পরে গাড়িতে উঠে চলে যান তিনি। বলিউড বাদশাহর এ আচরণ দেখে হতবাক ভক্তরা। মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে ঘটনাটি।
জানা যায়, নিজের পরবর্তী সিনেমা ‘ডানকি’র শুটিং শেষে কাশ্মীর থেকে ফিরছিলেন শাহরুখ। এ সময় মুম্বাই বিমানবন্দরে তাকে দেখে ঘিরে ধরেন বেশ কয়েকজন অনুরাগী। তাদের মধ্যে একজন এগিয়ে সেলফি তোলার চেষ্টা করেন শাহরুখের সঙ্গে। নিজের মোবাইলটি বাদশার দিকে বাড়িয়ে দিতেই তা সরিয়ে দিয়ে ধাক্কা মেরে চলে যান শাহরুখ। এ দৃশ্যের পুরো ভিডিও ক্যামেরাবন্দি করেন আরেক ভক্ত। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি দেখার পর নেটিজেনদের কেউ কেউ বলেন, কেবল একটি সেলফি তুলতে চাওয়ায় এতটা মেজাজ হারালেন শাহরুখ? নাকি অন্য কারণে মেজাজ খারাপ ছিল তার? কেউ মন্তব্য করেন, এমন আচরণ তার থেকে আশা করা যায় না। কারণ সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘পাঠান’ সিনেমা এই ভক্তদের জন্যই জনপ্রিয়তা লাভ করেছে।
এর আগে বলিউড ভাইজান সালমান খান তার সিনেমার প্রচারণায় এসে ঠিক একই কাণ্ড ঘটিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সালমান খানের এক ভক্ত তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করেন। এ সময় মেজাজ হারান সাল্লু। অনুরাগীকে ধাক্কা মারলে ভয় পেয়ে সালমানের পাশ থেকে সরে যান তিনি। এ ঘটনাটি নিয়ে ভাইজান বেশ সমালোচনার মুখে পড়েন। আর এবার শাহরুখ খানের অনুরাগীকে ধাক্কা মারার ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।