গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে পুবাইলের মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামিম হক (১৭) এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৭)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, হামিম ও নোমান বন্ধুদের সঙ্গে সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে যায়। দুপুরে রিসোর্টের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুরা হামিম ও নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হামিমকে উদ্ধার করে পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতাল এবং নোমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের তত্ত্বাবধায়ক সোহেল রানা বলেন, রিসোর্টের ওই পুকুরে মাছ চাষ করা হয়। এ কারণে ওই পুকুরে গোসল না করার জন্য দর্শনার্থীদের নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক দর্শনার্থী পুকুরে গোসল করতে নামেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
এসআই সাইফুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।