সৌদিতে ইদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরদিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ইদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১ মে) দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন।

আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে।

তবে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ইদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ইদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ইদুল আজহা উদযাপন করে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ইদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।