মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার (১ ম) রাতে রাজধানীর কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলাটি করেছে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন- ২০১৫ অনুসারে মামলাটি হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

জানা গেছে, ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তে ঘটে। যখন ট্রেনটি স্টেশনের ঢুকতে যাচ্ছে, ঠিক এমন সময় বিকট একটি আওয়াজে জানালার কাচ ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে। পূর্ব দিক থেকে ঢিল আসে। ফলে ট্রেনের পূর্ব দিকের একটি কাচ ক্ষতিগ্রস্ত হয়।