বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে প্রায়ই সংবাদ শিরোনাম হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। এবার বলিউড সুপারস্টার সালমান খানের প্রসঙ্গে কিছু কথা বলেছেন তিনি। সালমানকে ক্রমাগত প্রাণে মারার হুমকি নিয়ে মুখ খুললেন কঙ্গনা।
কয়েক মাস ধরে সালমান খানকে ক্রমাগত প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। আর তাই সালমানের সুরক্ষার কারণে কড়া সুরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিতা শাহর মতো সুরক্ষিত হাতে আছে। আর তাই সুরক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
এই বলিউড তারকা বলেছেন, ‘আমরা পর্দার তারকা। সালমান খানের সুরক্ষার দায়িত্ব কেন্দ্র নিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর গৃহমন্ত্রী অমিত শাহর থেকে সুরক্ষা পাচ্ছেন। আর তাই তাঁর ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই।’
কঙ্গনাকে একসময় নানান হুমকি দেওয়া হয়েছিল। সে প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমাকে যখন হুমকি দেওয়া হয়েছিল, তখন সরকার আমাকে নিরাপত্তা দিয়েছিল। আজ আমাদের দেশ সবচেয়ে নিরাপদ। তাই চিন্তা করার মানে হয় না।’
বলিউডে ১৭ বছর পার করেছেন কঙ্গনা। ২০০৬ সালে অনুরাগ বসুর পরিচালিত ছবি ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন কঙ্গনা। এরপর তাঁকে আর পেছনে দেখতে হয়নি।
অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতেও কঙ্গনা সবার নজর কেড়েছিলেন। সম্প্রতি তিনি তাঁর ১৭ বছর পূর্তি উপলক্ষে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির সেটের এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। ইনস্টা স্টোরিতে পোস্ট করা এই ছবিতে দেখা গেছে কঙ্গনা আর পরিচালক অনুরাগ নিজেদের মধ্যে আলাপ–আলোচনায় ব্যস্ত।
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘১৭ বছর আগে অনুরাগ বসু আমাকে বলিউডে অভিষেক করিয়েছিলেন। ২০০৬ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির সেটের ছবি এটা। অনুরাগ আমাকে প্রশিক্ষণ দিতেন। আর প্রশিক্ষণের সময় তাঁর সবচেয়ে প্রিয় কথা ছিল “তুই চুপ কর”। অনু তোমাকে খুব ভালোবাসি। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’
কঙ্গনাকে শিগগিরই ‘ইমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি সাবেক প্রয়াত অভিনেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। কঙ্গনা এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা আর প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন। তাঁকে শেষ ‘ধাকড়’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল।