জাপানে গর্ভপাতের পিল অনুমোদন

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে প্রথমবারের মতো গর্ভপাতের পিল অনুমোদন দিলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে জাপানে অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক পর্যায়ে এই পিল ব্যবহার করা যাবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এতদিন জাপানে সঙ্গীর সম্মতিক্রমে ২২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো বৈধ ছিল, তবে তা করাতে হতো অস্ত্রোপচারের মাধ্যমে।

শুক্রবার (২৮ এপ্রিল) জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইনফার্মার তৈরি (মেফিগো প্যাক) ওষুধটির অনুমোদন দিয়েছে। গর্ভাবস্থার প্রথম দিকে থাকা নারীদের অস্ত্রোপচার পদ্ধতির বিকল্প হিসেবে কাজ করবে এই পিল।

জাপানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, একজন ব্যক্তিকে গর্ভপাতের পিল ও যাবতীয় মেডিক্যাল পরামর্শের জন্য খরচ করতে হবে এক লাখ ইয়েন বা ৭৬ হাজার ৮৬০ টাকা। যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাতের খরচ এর দ্বিগুণ।