স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে যে ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে তারা ঈদের সময় ঠিকমতো ঈদ করছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।
শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্বনেতৃবৃন্দের প্রতি প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বনেতৃবৃন্দের যারা আছেন তারা যেন আমাদের সাহায্য করেন, যাতে রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন। আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ এর মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন। বিএনপির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আনন্দিত। কারণ বিএনপি প্রায়ই বলে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে যা শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশ বিএনপির প্রার্থী আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশে যত দল আছে মত আছে, আমরা সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি। দেশের জণগনের জন্য কাজ করতে পারি।