ইদের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ইদুল ফিতর শনিবার (২২ এপ্রিল)। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশে (ভারত) ইদুল ফিতর উদযাপন করা হবে। চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হবে সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলবে শুভেচ্ছা বিনিময়।

আমাদের প্রতিবেশী দেশ ভারতেও পালিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে দেশটির সব মসজিদ। শনিবার ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাইক্রোব্লগিং সাইটে তিনি লিখেছেন, ‘সকল দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই-বোনদের ইদুল ফিতরের শুভেচ্ছা। ইদ হলো ভালোবাসা ও সহানুভূতির উৎসব। ইদ অন্যকে সাহায্য করার বার্তা দেয়। উৎসবের এই শুভ মুহূর্তে, আসুন আমরা সবাই ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পথে সমাজকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।’

অন্যদিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ‘ইদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা। সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা আরো বাড়িয়ে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ইদ মোবারক।’ ভারতে প্রতিবছর ইদের ঘোষণা করে দিল্লির জামা মসজিদ। শনিবার খুশির উৎসব উপলক্ষে দিল্লির ঐতিহ্যবাহী এই ধর্মস্থানে ভিড় জমান বহু মানুষ। মহাসমারোহে ইদ পালিত হচ্ছে জম্মু-কাশ্মীরেও। শুক্রবার ভারতীয় উপমহাদেশে ইদের চাঁদ দেখা গিয়েছিল। এর পরই শনিবার ইদের কথা ঘোষণা করা হয়। সূত্র: এই সময়