অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয়ের ইদ শুভেচ্ছা

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার (২২ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘ইদ মোবারক! সবাইকে ইদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করি।’

জাতীয় ইদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। ইদের প্রধান জামাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।