আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী শহরের (World’s Richest City) খেতাব পেল নিউ ইয়র্ক (New York) শহর। সারা বিশ্বের মধ্যে এই শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন শুধু নিউ ইয়র্কেই! ফলে এটিই বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসেবে বিবেচিত হয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, নিউ ইয়র্কের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও এবং সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার।
এরপর ধনীতম শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। প্রসঙ্গত, ২০০০ সালে বিশ্বের ধনীতম তালিকার শীর্ষে ছিল লন্ডন। ২০ বছরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই শহর। বর্তমানে এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার।
লন্ডনের পরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিন শহর ‘দ্য বে এরিয়া’, ‘লস অ্যাঞ্জেলস’ এবং ‘শিকাগো’র নাম আছে ধনীতম শহরের তালিকায়। চীনেরও দুটি শহর বেইজিং ও সাংহাই রয়েছে এই তালিকায়। ২১ নম্বরে স্থান পেয়েছে ভারতের বহুচর্চিত বাণিজ্যনগরী মুম্বাই।
নিউইয়র্ক সিটি শহরকে ‘দ্য বিগ অ্যাপল’ নামে ডাকা হয়। শহরটিতে ৩ লাখ ৪০ হাজার কোটিপতির পাশাপাশি ৭২৪ জন বাসিন্দা আছেন, যাঁদের সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার বা তার বেশি। আর ৫৮ জন বাসিন্দার সম্পদের পরিমাণ একশো কোটি ডলারের বেশি।–জি নিউজ