স্পোর্টস ডেস্ক : সময়টা ভীষণ খারাপ যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের। আইপিএলে এখন পর্যন্ত জয়হীন একমাত্র দল তারা। টানা হারে সমালোচনার তীরে যখন বিদ্ধ হতে হচ্ছে, ঠিক তখন জানা গেলো চুরির ঘটনাও ঘটেছে মোস্তাফিজদের দলে! দিল্লির বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে ফেরার পর কিট থেকে অনেক ক্রীড়া সামগ্রী গায়েব হয়ে গেছে তাদের।
সর্বশেষ ১৫ এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছিল দিল্লি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে রোববার উড়ে আসার পর তারা চুরির বিষয়টি জানতে পারেন।
কিট ব্যাগ টিম হোটেলে এলে খেলোয়াড়রা বুঝতে পারেন কার কার কী চুরি হয়েছে। তার মধ্যে গায়েব হয়েছে ১৬টি ব্যাট। তাছাড়া অনেকের জুতা, প্যাড, গ্লাভসেরও হদিস খুঁজে পাওয়া যায়নি।
চুরি যাওয়া ব্যাটের মধ্যে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাট ছিল ৩টি। মিচেল মার্শের ২টি, ফিল সল্টের ৩টি এবং যশ ধুলের ৫টি। চুরি যাওয়া ক্রীড়া সামগ্রীর আনুমানিক মূল্য ১৬ লাখ রুপি!
আইপিএলে এক ভেন্যু থেকে অন্য ভেনুতে কিট আনা-নেওয়ার জন্য একটি লজিস্টিক কোম্পানিকে ভাড়া করেছে দিল্লি। তাদের মাধ্যমেই খেলোয়াড়রা হোটেলে সেসব কিট আলাদাভাবে বুঝে পেয়ে থাকেন। ধারণা করা হচ্ছে, বেঙ্গালুরু থেকে দিল্লি আনার পথেই চুরির ঘটনাটি ঘটেছে।
দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় ক্রিকেটাররা ভীষণ বিস্মিত, ‘সবাই বিস্মিত। কারণ খেলোয়াড়দের প্রত্যেকেই কিছু না কিছু হারিয়েছে। প্রথমবার এমনটা ঘটলো। লিজিস্টিক বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তাছাড়া বিমানবন্দর আর পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে।’