এবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ কিমের

Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবার গোয়েন্দা সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ তৈরি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। ফলে স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী শিগগিরই উৎপেক্ষণের নির্দেশ দিয়েছেন কিম জং উন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে দেশটি।

উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বুধবার কেসিএনএ জানিয়েছে, ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে কিম বলেন, যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার ‘হুমকি’ মোকাবিলায় এমন স্যাটেলাইট প্রয়োজন ছিল। নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনের আহ্বান জানান তিনি।

তবে উৎক্ষেপণ কবে করা হবে তা উল্লেখ করেননি তিনি। গত ডিসেম্বরে পিয়ংইয়ং জানিয়েছিল, গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারা। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সমপন্ন হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, কিম তার মেয়েকে নিয়ে মহাকাশ সংস্থা পরিদর্শন করছেন। ২০২১ সালে কিমের দিকনির্দেশনা দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পগুলোর অন্যতম ছিল একটি সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্মাণ।

জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। দেশটির হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত।