স্পোর্টস ডেস্ক : মাঠে মাত্রা ছাড়া কিংবা বুনো উদযাপনের কারণে ‘কুখ্যাতি’ আছে বিরাট কোহলির। আইপিএলে তেমন উদযাপনের শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বিধি বহির্ভুত আচরণ করায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
দিনটা এমনিতেও কোহলিদের ছিল না। চেন্নাইয়ের বিপক্ষে পাহাড় সমান লক্ষ্যের বিপরীতে লড়াই করেও তারা ৮ রানে হেরেছে। আইপিএল কর্তৃপক্ষ অবশ্য বিবৃতিতে শাস্তির বিস্তারিত উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্ট ভাঙায় বেঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।’
কোহলি লেভেল ১ মাত্রার সেই অপরাধের কথা স্বীকার করেছেন। সাধারণত এসব বিধি ভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
বিবৃতিতে বিস্তারিত কিছু না জানালেও ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের ইনিংসের সময়। ১৭তম ওভারে মোহাম্মদ সিরাজের হাতে তালুবন্দি হন হাফসেঞ্চুরিয়ান শিভম দুবে। বিস্ফোরক ব্যাটার আউট হতেই কোহলি মাত্রা ছাড়া উদযাপন করে বসেন। অবশ্য কোহলি নিজেও চেন্নাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ভালো সময় কাটাননি। একটি বাউন্ডারিতে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন।